দোলার চোখ

267 12 0
                                    

দোলার চোখ দুটো সব থেকে পছন্দ ছিল সাফিনের । মেয়েটা এতো গভীর চোখে তাকিয়ে থাকতো ! সাফিনের সব কিছু উলট পালট হয়ে যেত । একটা সময় মনে হত দোলার এই দুটো চোখের দিকে না তাকিয়ে সে একটা মুহুর্তও থাকতে পারবে না । গাঢ় কালো বর্ণের চোখের দিকে তাকিয়ে দিনের পর দিন কাটিয়ে দেয় সাফিন । এই সকাল থেকে সেই চোখের দিকে তাকিয়ে আছে দোলার চোখের দিকে । কাঁচের বোতলে দোবানও তরলের ভেতরে চোখ দুটো মাঝে মাঝে এদিক ওদিক সরে যাচ্ছে ! সাফিন তখন বোতলটা একটু ঘুরিয়ে দিচ্ছে । সেই একই মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে দোলার চোখের দিকে !

পরমানু গল্প গুচ্ছWhere stories live. Discover now