Part~20

39 1 2
                                    

 

   গোসল করে বিছানায় শুয়ে শুয়ে সুহান নিজের ল‍্যাপটপে " Godzilla "  দেখছে । উপুড় হয়ে শুয়ে পেটের নিচে বালিশ দিয়ে রেখেছে । ল‍্যাপটপের পাশে কাচের বাটিতে  কুরকুরে ভরে রেখেছে, যেগুলো একটু পর পর মুখে দিচ্ছে । চোখের দৃষ্টি স্থির হয়ে আছে ল‍্যাপটপের চলমান দৃশ্যে।

    বার কয়েক ডাকার পরেও সুহানের থেকে কোনো সাড়াশব্দ  না পেয়ে সুজানা ল‍্যাপটপ সাট ডাউন করে দেয় । সুহান হতভম্ব হয়ে তাকায় ওর দিদিয়ার দিকে ..

-" আহঃ দিদিয়া , কি করছিস বলতো , আমি মুভি দেখছি তো । বন্ধ করে দিলি কেন ? "
-"হম দেখছি আর বুঝতেও পারছি তুই কতটা ডুবে আছিস মুভির মধ্যে । সেই কখন থেকে ডাকছি আমি তোকে । সাড়াশব্দ নেই দেখে বন্ধ করতে বাধ্য হয়েছি । এবার বল নাস্তার সময় ওসব কি ছিল ? "
-"কি সব ?"
-"দেখ সুহা, একদম নাটক করবি না । আমি জানি  তুই আমাকে মিন করে বলেছিস ওসব।"

-"ধ‍্যাত । আমি আবার তোকে মিন করব কেন ? আমার সত্যি সত্যি সুজি খেতে ইচ্ছে করছে  "..সুহান ঠোঁটের কোনো নিস্পাপ হাসি হাসে ।
  সুজানা ভ্রু কুঁচকে তাকায় । তারপর বলে," তুই আমার ফোন রিসিভ করেছিস না  সকালে? "

   ধরা পড়ে সুহান একটা মিষ্টি হাসি দিয়ে বিছানায় উঠে বসে ।   তারপর  একটু জোর দিয়ে বলে ," দিদিয়া , তোর আর ইরফানদার কেমেস্ট্রি জমল কবে বলত ?"

সুজানা তাড়াতাড়ি সুহানের মুখে হাত চাপা দেয় ,"কি করছিস সুহা ?এত  চিৎকার  করে বলছিস কেন ? আব্বু-আম্মু শুনতে পাবে তো "
-"উমমম," সুহান মুখ থেকে সুজানার হাত সরিয়ে দেয় । দীর্ঘশ্বাস ছেড়ে বলে ,
-"উফফ,  দিদিয়া   , এমন ভাবে হাতচাপা দিয়েছিস ! এখনি তো দম বন্ধ হয়ে যেত আমার । "
-"ওকে আ'ম স‍্যরি ..এখন সত্যি কথাটা তাড়াতাড়ি বল ?কি বলেছে ও তোকে ?"
- "এরমধ্যেই  'ও'? "সুহান চোখ বড়ো বড়ো করে তাকায় । সুজানা সুহানের মাথায় একটা গাট্টা মেরে বলে,"খুব ফাজিল হয়ে গেছিস আজকাল ,হুম "
-"আহ, দিদিয়া, কি করছিস!  দিদিয়া , আগে বল  আমাকে ট্রিট কবে দিবি ?"
-"কিসের ট্রিটের কথা হচ্ছে ?"  বলতে বলতেই আয়ান ঘরে প্রবেশ করে ।
-"আরে  দাদাভাই , দিদিয়া একা একা জিজু খুঁজে নিয়েছে  "
সুহানের কথায় আয়ান বিস্মিত হয়ে তাকায়।
-"সেকি !কবে হল এতকিছু ? "
সুহান , আয়ান দুজনেই উত্তরের আশায় সুজানার দিকে তাকিয়ে আছে । ওদের তাকাতে দেখে সুজানা লজ্জা পায় । মাথা নিচু করে আঙুলে ওড়না পেচাতে শুরু করে । মুচকি হেসে বলে ," দির বিয়ের সময়  "

A journey of love Where stories live. Discover now